PPF Account Rules Changing: আগের মতো PPF-তে সুবিধা মিলবে না! ৩ নিয়ম পালটে যাচ্ছে অক্টোবর শুরুতেই, সুদ কমবে জনপ্রিয় স্কিম। আর সেই পিপিএফের তিনটি নিয়ম পালটে যাচ্ছে। অক্টোবরের পয়লা দিন থেকে নয়া নিয়ম কার্যকর হচ্ছে। তাতে আগের মতো আর সুবিধা মিলবে না। কোন তিনটি নিয়ম পালটে যাচ্ছে, তা দেখে নিন। 1. দীর্ঘমেয়াদি এবং ঝুঁকিহীন বিনিয়োগের পরিকল্পনা করেন অনেকেই। আর যাঁরা সেই পরিকল্পনা করেন, তাঁদের পাবলিক প্রভিডেন্ট ফান্ডে (পিপিএফ) কোনও লগ্নি নেই, এমনটা সাধারণত হয়। পিপিএফ অত্যন্ত জনপ্রিয় স্কিম। আর সেই পিপিএফের তিনটি গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন করা হচ্ছে। নয়া নিয়ম কার্যকর হচ্ছে ১ অক্টোবর থেকে। অক্টোবরের পয়লা দিন থেকে সেই নয়া নিয়ম চালু হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) 2. অপ্রাপ্তবয়স্কদের PPF অ্যাকাউন্টের সুদের হার: যতক্ষণ অপ্রাপ্তবয়স্ক অ্যাকাউন্টধারীর বয়স ১৮ না হচ্ছে, ততদিন পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে যে হারে সুদ (আপাতত ৪ শতাংশ) প্রদান করা হয়, সেই হারেই সুদ মিলবে। অ্যাকাউন্টধারীর বয়স ১৮ হলেই পিপিএফের নির্দিষ্ট হারে সুদ (আপাতত ৭.১ শতাংশ) মিলবে। যেদিন থেকে অ্যাকাউন্টধারীর ব...
Comments
Post a Comment