LPG Cooking Gas Cylinder Rate in Kolkata: পুজোর আগে দাম বাড়ল রান্নার গ্যাসের! কলকাতা-সহ অন্যত্র LPG সিলিন্ডারের রেট কত?
LPG Cooking Gas Cylinder Rate in Kolkata: পুজোর আগে দাম বাড়ল রান্নার গ্যাসের! কলকাতা-সহ অন্যত্র LPG সিলিন্ডারের রেট কত?
1/5 দুর্গাপুজোর মুখে এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল। ক্যালেন্ডারে তারিখটা ১ অক্টোবর হতেই কলকাতা, দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্তে এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গিয়েছে। কলকাতায় প্রতিটি গ্যাস গ্যাস সিলিন্ডারের দাম ৪৮ টাকা বেড়েছে। একইসঙ্গে দিল্লি, মুম্বই-সহ দেশের অন্যান্য প্রান্তেও এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে। (ছবিটি প্রতীকী)
2/5 ১ অক্টোবর মধ্যরাত থেকে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১,৮৫০.৫ টাকা। সেপ্টেম্বরে সেই দামটা ১,৮০২.৫ টাকা ছিল। অর্থাৎ পুজোর মাসে কলকাতায় ৪৮ টাকা বেড়েছে ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। দিল্লিতে তো প্রতিটি সিলিন্ডারের জন্য এই মাসে ৪৮.৫ টাকা বেশি খরচ করতে হবে। দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ১,৭৪০ টাকা। (ছবিটি প্রতীকী)
3/5 অন্যদিকে, দেশের অপর দুটি মেট্রো শহর মুম্বই এবং চেন্নাইয়ে ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে যথাক্রমে ৪৮.৫ টাকা এবং ৪৮ টাকা। আর তার ফলে অক্টোবরে মুম্বইয়ে ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে ১,৬৯২.৫ টাকা খরচ পড়বে। আর চেন্নাইয়ের মানুষের পকেট থেকে ১,৯০৩ টাকা। (ছবিটি প্রতীকী)
4/5 তবে বাড়িতে রান্নার জন্য যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়, সেই এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। মার্চ থেকেই দামটা অপরিবর্তিত রয়েছে। আরও একবার সেই পথে হাঁটা হল। রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে, পুজোর মাসে ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে ৮২৯ টাকা খরচ পড়বে। যাঁরা উজ্জ্বলা যোজনার আওতায় আছেন, তাঁরা আরও কম টাকায় ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন। (ছবিটি প্রতীকী)
5/5 দেশের বাকি তিনটি মহানগরীতে ভর্তুকিহীন ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম কত পড়ছে? দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ে ভর্তুকিহীন ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে যথাক্রমে ৮০৩ টাকা, ৮০২.৫ টাকা এবং ৮১৮.৫ টাকা। অর্থাৎ দেশের চারটি মহানগরীর মধ্যে ভর্তুকিহীন ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম সবথেকে বেশি হল কলকাতায়। (ছবিটি প্রতীকী)
Comments
Post a Comment