Skip to main content

PPF Account Rules Changing:

 

PPF Account Rules Changing: আগের মতো PPF-তে সুবিধা মিলবে না! ৩ নিয়ম পালটে যাচ্ছে অক্টোবর শুরুতেই, সুদ কমবে



জনপ্রিয় স্কিম। আর সেই পিপিএফের তিনটি নিয়ম পালটে যাচ্ছে। অক্টোবরের পয়লা দিন থেকে নয়া নিয়ম কার্যকর হচ্ছে। তাতে আগের মতো আর সুবিধা মিলবে না। কোন তিনটি নিয়ম পালটে যাচ্ছে, তা দেখে নিন।



1. দীর্ঘমেয়াদি এবং ঝুঁকিহীন বিনিয়োগের পরিকল্পনা করেন অনেকেই। আর যাঁরা সেই পরিকল্পনা করেন, তাঁদের পাবলিক প্রভিডেন্ট ফান্ডে (পিপিএফ) কোনও লগ্নি নেই, এমনটা সাধারণত হয়। পিপিএফ অত্যন্ত জনপ্রিয় স্কিম। আর সেই পিপিএফের তিনটি গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন করা হচ্ছে। নয়া নিয়ম কার্যকর হচ্ছে ১ অক্টোবর থেকে। অক্টোবরের পয়লা দিন থেকে সেই নয়া নিয়ম চালু হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) 

2. অপ্রাপ্তবয়স্কদের PPF অ্যাকাউন্টের সুদের হার: যতক্ষণ অপ্রাপ্তবয়স্ক অ্যাকাউন্টধারীর বয়স ১৮ না হচ্ছে, ততদিন পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে যে হারে সুদ (আপাতত ৪ শতাংশ) প্রদান করা হয়, সেই হারেই সুদ মিলবে। অ্যাকাউন্টধারীর বয়স ১৮ হলেই পিপিএফের নির্দিষ্ট হারে সুদ (আপাতত ৭.১ শতাংশ) মিলবে। যেদিন থেকে অ্যাকাউন্টধারীর বয়স ১৮ হবে, সেদিন থেকে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের ম্যাচিওরিটি পিরিয়ড হিসাব করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

3. একাধিক PPF অ্যাকাউন্ট থাকলে কীভাবে সুদের হিসাব করা হবে? বার্ষিক সর্বোচ্চসীমার মধ্যে টাকা (১.৫ লাখ টাকা) দেওয়া হলে প্রাথমিক অ্যাকাউন্টে ইন্টারেস্ট মিলবে পিপিএফে প্রদত্ত সুদের হারে। দ্বিতীয় অ্যাকাউন্টে যে ব্যালেন্স থাকবে, সেটা প্রাথমিক অ্যাকাউন্টের সঙ্গে যোগ করা হবে। অবশ্যই সেক্ষেত্রে নিশ্চিত করতে হবে যে সেই অর্থটা বার্ষিক সর্বোচ্চসীমার মধ্যে থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

4. প্রাথমিকের সঙ্গে দ্বিতীয় অ্যাকাউন্ট মিশিয়ে দেওয়ার পরে পিপিএফের প্রদত্ত হারে সুদ মিলবে। দ্বিতীয় অ্যাকাউন্টে যে বাড়তি অর্থ থাকবে, সেটার ক্ষেত্রে কোনও সুদ দেওয়া হবে না। ওই পরিমাণ টাকার ক্ষেত্রে সুদের হার শূন্য হবে। প্রাথমিক এবং দ্বিতীয় অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনও অ্যাকাউন্টের ক্ষেত্রে কোনও সুদ মিলবে না। যেদিন থেকে সেই অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেদিন থেকেই কোনও সুদ মিলবে না বলে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

5. অনাবাসী ভারতীয়দের PPF অ্যাকাউন্টের ক্ষেত্রেও নিয়ম পরিবর্তন: ভারতীয় নাগরিক ছিলেন। সেইসময় ১৯৬৮ সালের পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমের আওতায় পিপিএফ অ্যাকাউন্ট খোলেন (যেখানে ফর্ম এইচে নির্দিষ্টভাবে অ্যাকাউন্টধারীদের বসবাসের তথ্য লাগে না)। পরবর্তীতে অনাবাসী ভারতীয় হয়ে গিয়েছেন। সেক্ষেত্রে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তাঁরা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের প্রদত্ত হারে সুদ পাবেন। তারপর থেকে কোনও সুদ মিলবে না। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)


Comments

  1. Very important news.... https://sandippan.blogspot.com/2024/09/cooking-gas-cylinder-rate-in-kolkata.html

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

LPG Cooking Gas Cylinder Rate in Kolkata: পুজোর আগে দাম বাড়ল রান্নার গ্যাসের! কলকাতা-সহ অন্যত্র LPG সিলিন্ডারের রেট কত?

 LPG Cooking Gas Cylinder Rate in Kolkata: পুজোর আগে দাম বাড়ল রান্নার গ্যাসের! কলকাতা-সহ অন্যত্র LPG সিলিন্ডারের রেট কত? 1/5 দুর্গাপুজোর মুখে এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল। ক্যালেন্ডারে তারিখটা ১ অক্টোবর হতেই কলকাতা, দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্তে এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গিয়েছে। কলকাতায় প্রতিটি গ্যাস গ্যাস সিলিন্ডারের দাম ৪৮ টাকা বেড়েছে। একইসঙ্গে দিল্লি, মুম্বই-সহ দেশের অন্যান্য প্রান্তেও এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে। (ছবিটি প্রতীকী) 2/5 ১ অক্টোবর মধ্যরাত থেকে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১,৮৫০.৫ টাকা। সেপ্টেম্বরে সেই দামটা ১,৮০২.৫ টাকা ছিল। অর্থাৎ পুজোর মাসে কলকাতায় ৪৮ টাকা বেড়েছে ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। দিল্লিতে তো প্রতিটি সিলিন্ডারের জন্য এই মাসে ৪৮.৫ টাকা বেশি খরচ করতে হবে। দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ১,৭৪০ টাকা। (ছবিটি প্রতীকী) 3/5 অন্যদিকে, দেশের অপর দুটি মেট্রো শহর মুম্বই এবং চেন্নাইয়ে ১৯ কেজি বাণিজ্যি...

Actor Govinda Suffers Bullet Injury At Home, Rushed To Hospital

Actor Govinda Suffers Bullet Injury At Home, Rushed To Hospital Popular actor Govinda was hospitalised this morning after he suffered a bullet injury on his leg at his home, Mumbai Police have said. The actor, it is learnt, is out of danger. The injury was caused early this morning due to a misfire from his licensed revolver.